More

    সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি হয় তাইলে অবশ্যই বিএনপি ক্ষমতায় যাবে- এবিএম মোশাররফ হোসেন

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘ আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে একটা সুযোগ সামনে এসেছে, সেটি কাজে লাগাতে চাই। উন্নয়ন করার সুযোগ রয়েছে, একটু সহায়তা ও সমর্থন চাই।’ তিনি আরও বলেন, ‘ আগামী দিনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি হয়- তাহলে বিএনপি অবশ্যই ক্ষমতায় যাবে। এই দেশে উন্নয়নের অগ্রযাত্রা বিএনপি শুরু করেছিল। এটা এখন ধরে রাখতে একটা সমর্থন দরকার।’

    “সবার আগে বাংলাদেশ” শীর্ষক এক আলোচনা সভা এবং তথ্যচিত্র প্রদর্শনী এক অনুষ্ঠানে মোশাররফ হোসেন এসব কথা বলেন। আজ শুক্রবার, (১৬ জানুয়ারি) সকাল সাড়ে নয় টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জি: তৌহীদুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সচেতন নাগরিক সমাজ এ অনুষ্ঠানের আয়োজন করে।

    এতে সভাপতিত্ব করেন শিক্ষক রাখাইন লুফ্রু মাস্টার। বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, লুৎফর রহমান তালুকদার, অধ্যাপক ড. কামরুজ্জামান মনির, মো. নজিবর রহমান,

    কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল আলম, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, ব্যাংকার মো. আব্দুর রব, স্থপতি ইয়াকুব খান, সাংবাদিক মুহিব্বুল্লাহ মহিব, তানজিল জামান জয়, রাসেল কবির মুরাদ, রাসেল মোল্লা, রুমান ইমতিয়াজ তুষার, কাজী সাইদ, জহিরুল ইসলাম মিরন, ব্যবসায়ী দিলীপ কুমার হাওলাদার, সংগঠক রেজাউল করিম বাবলা প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কুয়াকাটা সৈকতে আবারও মৃত ডলফিন

    পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও একটি মৃত ডলফিন ভেসে এসেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে কুয়াকাটা সৈকতের পশ্চিম পাশের স্বপ্নরাজ্য পার্ক...