গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে বরিশাল বিভাগের পটুয়াখালী ও ভোলা জেলার বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে পরিদর্শনের দায়িত্ব দেওয়া হয়েছে মহিউদ্দিন আল হেলালকে।
তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে স্বাস্থ্য অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব (বিশ্বস্বাস্থ্য–২) হিসেবে দায়িত্ব পালন করছেন। জানা গেছে, দায়িত্ব পালনকালে তিনি পটুয়াখালী ও ভোলা জেলার ইনস্টিটিউট, বিশেষায়িত হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারি হাসপাতাল পরিদর্শন করবেন।
এ সময় হাসপাতালগুলোর সার্বিক ব্যবস্থাপনা, চিকিৎসাসেবার মান, প্রশাসনিক কার্যক্রম, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি, রোগীসেবা এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ করবেন তিনি। উল্লেখ্য, মহিউদ্দিন আল হেলাল একজন অভিজ্ঞ ও দক্ষ প্রশাসনিক কর্মকর্তা।
এর আগে তিনি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে এ পরিদর্শন কার্যক্রমের মাধ্যমে সংশ্লিষ্ট হাসপাতালগুলোর সেবার মান আরও উন্নত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সংশ্লিষ্ট মহলের মতে, এই পরিদর্শনের মাধ্যমে স্বাস্থ্যখাতে জবাবদিহিতা বৃদ্ধি, অনিয়ম প্রতিরোধ এবং সাধারণ জনগণের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে।
