More

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

    অবশ্যই পরুন

    সাভারের আশুলিয়ার জামগড়ায় অবস্থিত একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত নয়টি ইউনিট। সোমবার (৬ অক্টোবর) দুপুরে সাভার ফায়ার সার্ভিস জোন-৪-এর উপসহকারী পরিচালক মোহাম্মদ আলাউদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি বলেন, আজ দুপুর ১টার দিকে প্রতিষ্ঠানটির আটতলা ভবনের দ্বিতীয়তলায় স্টোর রুমে আগুন লাগে। আগুন দ্বিতীয় তলার স্টোর রুমেই আছেন। তিনি আরও বলেন, সেখানে সুতা, তুলা, কার্পাসসহ বিভিন্ন জিনিসপত্র আছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

    ফায়ারসার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। আগুনে কেউ হতাহত হয়েছে কিনা জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    নির্বাচন কমিশনের প্রস্তাবে নারাজ, ‘শাপলা’য় অনড় এনসিপি

    নির্বাচন কমিশনের (ইসি) তালিকায় থাকা ৫০টি প্রতীক থেকে কোনোটি গ্রহণ করতে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ৭ অক্টোবর পর্যন্ত সময়...