More

    নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: পটুয়াখালীর দুমকিতে দুই জেলের কারাদণ্ড

    অবশ্যই পরুন

    ইলিশ মাছের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে পটুয়াখালীর দুমকিতে দুই জেলেকে দুই মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

    ​মঙ্গলবার (৭ অক্টোবর, ২০২৫) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. এজাজুল হক এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- বাকেরগঞ্জের কলসকাঠী গ্রামের আ. সোবাহান হাং (৫৫) এবং আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের সোহরাপ মৃধা (৫২)।

    তবে, অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কাইয়ুম (১৪) নামের এক কিশোরকে মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া হয়েছে। ​ ​উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে দুমকি উপজেলার পায়রা নদীর আঙ্গারিয়া ও পাতাবুনিয়া এলাকায় অভিযান চালানো হয়।

    এ সময় নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকারের সময় নৌকা ও জালসহ এই জেলেদের আটক করা হয়। আটককালে তাদের কাছ থেকে প্রায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

    ​দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন নিশ্চিত করেছেন যে, দণ্ডপ্রাপ্ত জেলেদের পটুয়াখালী জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। ​

    উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, প্রজনন মৌসুমে জাতীয় সম্পদ ইলিশ সংরক্ষণে মৎস্য বিভাগ কঠোর অবস্থানে রয়েছে এবং অবৈধ শিকারের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    লালমোহনে ১২ জেলের কারাদণ্ড, জাল-মাছ জব্দ

    লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে ১৬ জেলেকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোর থেকে...