More

    গলাচিপায় সংযোগ সেতুর বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার পানপট্টি ও গলাচিপা সদর ইউনিয়নের সংযোগ সেতুটি বর্তমানে বেহাল দশায় পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সেতুটির মাঝ বরাবর ধসে গিয়ে চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রতিদিন হাজারো পথচারী, শিক্ষার্থী ও যানবাহনচালক চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

    স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো উদ্যোগ দেখা যায়নি। বর্ষার সময় সেতুটি ধসে পড়ার মতো ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা নিয়ে মানুষজন যাতায়াত করছেন।

    পানপট্টি ইউনিয়নের বাসিন্দা মো. সেলিম মাহমুদ জানান, “পানপট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান নানা চড়াই-উতরাই পেরিয়ে গলাচিপা উপজেলা শহরের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য এ সেতু নির্মাণের ব্যবস্থা করেছিলেন।

    কিন্তু সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে আজ তা বেহাল অবস্থায় পৌঁছেছে। প্রতিদিন পথচারীসহ হাসপাতালগামী রোগীদের চরম ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়।” স্থানীয় দোকানি হালিম পাহলান বলেন, “এই সেতু দিয়েই আমরা প্রতিদিন যাতায়াত করি। এখন ভাঙাচোরা অবস্থার কারণে হেঁটে পার হতেও ভয় লাগে।” গলাচিপা সদর ইউনিয়নের বাসিন্দা মো. আলী জিন্নাহ জানান, “গলাচিপা সদর ইউনিয়ন ও পানপট্টি ইউনিয়নের সংযোগ সেতুটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। এই সেতু দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে। এটি দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণ করা জরুরি।”

    এ বিষয়ে গলাচিপা সদর ইউনিয়নের প্রশাসক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা জানান, “এটা আমাদের আওতায় নয়।

    এটা এলজিইডি এর বিষয়।” গলাচিপা উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম জানান, “সেতুর বর্তমান অবস্থা সম্পর্কে আমি অবগত হয়েছি। সেতুটি পুনর্নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে এবং আপাতত সংস্কারের জন্য খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    লালমোহনে ১২ জেলের কারাদণ্ড, জাল-মাছ জব্দ

    লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে ১৬ জেলেকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোর থেকে...