More

    গলাচিপা-কলাগাছিয়া (ধরান্দী) সড়কের বেহাল দশা, কর্তৃপক্ষের উদাসীনতায় জনদুর্ভোগ চরমে

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপা উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক গলাচিপা থেকে কলাগাছিয়া (ধরান্দী) পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দীর্ঘদিনের উদাসীনতার কারণে রাস্তাটির মেরামত কাজ শুরু না হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। গলাচিপা সদর থেকে ধরান্দী পর্যন্ত ২১ কিলোমিটার রাস্তার মধ্যে ৪ কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়েছে।

    অবশিষ্ট রাস্তা জুড়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে যাওয়ায় রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে মোটরসাইকেল, ইজিবাইক ও ছোট আকারের যানবাহনগুলোতে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। প্রায় প্রতিদিনই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষের চলাচল।

    বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক, অন্যান্য চাকরিজীবী, অসুস্থ রোগী এবং ব্যবসায়ীদের জন্য এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ বছরের পর বছর ধরে রাস্তাটি এমন খারাপ অবস্থায় পড়ে আছে। বর্ষাকালে এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়াই কঠিন হয়ে পড়ে। রাস্তাটির খারাপ অবস্থার কারণে এ উপজেলার মানুষের ব্যবসা-বাণিজ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের কাছে রাস্তাটি মেরামতের জন্য আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো সমাধান পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের অবহেলার কারণেই এই গুরুত্বপূর্ণ রাস্তাটি আজ জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে এলাকাবাসী দ্রুত গলাচিপা-ধরান্দী পর্যন্ত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছে।

    রাস্তাটি সংস্কারের বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, গলাচিপা থেকে কলাগাছিয়া পর্যন্ত রাস্তাটি (২১ কিমি) দুটো অংশে বিভক্ত। গলাচিপা থেকে চিকনিকান্দি অংশে ৪ কিমি মেরামত করা হয়েছে, এ অংশের বাকি কাজ চলতি অর্থবছরের মধ্যে সম্পন্ন করা হবে।

    আর চিকনিকান্দি থেকে কলাগাছিয়া অংশের কাজ এলজিইডির আওতাধীন আরসিআইপি প্রকল্পের অনুমোদন পেলে পরবর্তী অর্থবছরে শুরু করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    লালমোহনে ১২ জেলের কারাদণ্ড, জাল-মাছ জব্দ

    লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে ১৬ জেলেকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোর থেকে...