More

    ‘সোলজার’-এর ফার্স্টলুকে শাকিব খানের গর্জন

    অবশ্যই পরুন

    প্রকাশ হয়ে গেল শাকিব খানের বহুল প্রত্যাশিত সিনেমা ‘সোলজার’-এর প্রথম ঝলক প্রকাশ করেছেন । আসন্ন এ সিনেমার প্রথম ঝলকেই ভক্তদের বিশেষ বার্তা দিলেন ঢালিউড মেগাস্টার। জানালেন, এই গল্প দর্শকদের অনুপ্রেরণা দেবে। ৩৩ সেকেন্ডের ট্রেলারে ঘরির কাটার সঙ্গে দেখা গেল বাংলাদেশের পতাকা, যার উপর দিয়ে উড়ে যায় হেলিকপ্টার।

    এরপর অ্যাকশন দৃশ্য শেষে শাকিব খানের লুক। শাকিবের কণ্ঠে শোনা গেল একটি মাত্র ডায়ালগ, তা হল- ‘তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি।’ দেখেই মনে হচ্ছে এটি একজন সৈনিকের গল্প। সোলজারে নিজের চরিত্র নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শাকিব খান বলেছেন, ‘আগ বাড়িয়ে বলতে চাই না যে একদম ভিন্ন রূপে আমাকে দেখতে পাবেন দর্শকরা।

    তবে এটুকু বলতে পারি- এমন গল্পে আমি আগে কখনও কাজ করিনি। এই গল্প দর্শককে ভাবাবে, অনুপ্রেরণা দেবে, নিজের ভেতরের সোলজারকে চিনে নিতে সাহায্য করবে।’ সিনেমাটির নির্মাতা সাকিব ফাহাদ জানান, সিনেমাটি কেবল যুদ্ধ বা দেশপ্রেমের গল্প নয়।

    এটি নতুন প্রজন্মের সেই তরুণদের গল্প- যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, ন্যায়ের পক্ষে দাঁড়ায় এবং দেশের জন্য কিছু করার স্বপ্ন দেখে। তিনি বলেন, ‘আমাদের প্রত্যেকের ভেতরেই একজন সোলজার আছে- যে নিজের অবস্থান থেকে প্রতিদিন লড়াই করে যায়।

    তাই ‘সোলজার’ কেবল সংগ্রামের গল্প নয়, এটি আশাবাদের গল্পও। সংকট যতই আসুক, মানুষ যে আশা হারায় না- সেই বার্তাই এই ছবির মাধ্যমে তুলে ধরা হবে। ‘সোলজার’ প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড, পরিচালনায় আছেন তরুণ নির্মাতা সাকিব ফাহাদ।

    শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা। আরও রয়েছেন তারিক আনাম খান, তৌকির আহমেদ, এবিএম সুমন, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ এক ঝাঁক জনপ্রিয় শিল্পী।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    এবারের বিপিএল থেকে সরে যাচ্ছে ফরচুন বরিশাল!

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন আসর বসবে আসছে ডিসেম্বরে। তার আগে বাকি আছে আর দুই মাস সময়। ঠিক এই সময়...