More

    মোবাইল কোর্টের সংবাদ সংগ্রহে গেলে সংবাদকর্মীদের সাথে এসিল্যান্ডের অসৌজন্যমূলক আচরণ : সংবাদ বর্জন

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার : গলাচিপায় মোবাইল কোর্টের সংবাদ সংগ্রহে সংবাদকর্মীদের বাধা দেওয়ার ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম সাইফের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সংবাদকর্মীরা। মঙ্গলবার রাত ৯টায় গলাচিপা প্রেসক্লাবে এক জরুরি সভায় এ প্রতিবাদ জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন গলাচিপা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ প্রতিনিধি মুনতাসির রহমান মামুন।

    এ সময় সভায় বক্তব্য রাখেন কালের কণ্ঠের প্রতিনিধি সাইমুন রহমান এলিট, যায়ায়দিনের প্রতিনিধি মো. রিয়াদ হোসাইন, আমাদের সময় প্রতিনিধি মো. নাসির উদ্দিন, যুগান্তর প্রতিনিধি মো. সোহাগ রহমান, এশিয়ান টিভির প্রতিনিধি মো. জসিম উদ্দিন আহম্মেদ, বিজয় টিভি প্রতিনিধি মো. আহসান উদ্দিন জিকো, আমাদের অর্থনীতি প্রতিনিধি মো. মাসুদ রহমান, স্বাধীন মত পত্রিকার প্রতিনিধি মো. হাফিজুল্লাহ, ভোরের পাতার প্রতিনিধি মো. হাফিজ, জনবাণী পত্রিকার প্রতিনিধি শিশির রঞ্জন হালদার, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি আরেফিন লিমন, গণকণ্ঠের প্রতিনিধি মিঠুন চন্দ্র পাল, চ্যানেল এস প্রতিনিধি মো. উজ্জ্বল মিয়া, সকালের সময়ের প্রতিনিধি মো. মোস্তফা কামাল খান, জিটিভি প্রতিনিধি মো. শাহীন. মুক্ত খবর প্রতিনিধি মো. নেছার উদ্দিন, মুভি বাংলা টিভির প্রতিনিধি জহিরুল ইসলাম চয়ন, নিউজ ২১ টিভির প্রতিনিধি পলাশ হাওলাদারসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

    সভায় বক্তারা বলেন, সংবাদ সংগ্রের সময় সংবাদকর্মীরা সহনশীলতার সাথে দায়িত্ব পালন করে থাকেন। সংবাদকর্মীরা পেশাগত দায়িত্ব পালনের সময় ছবি ও ভিডিও করায় বাধা দেওয়া গণমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপ। এমন আচরণ প্রত্যাশিত নয়। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়। উল্লেখ্য, গত সোমবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে গলাচিপা পৌর শহরের বটতলা বাজার এলাকায় র‍্যাব ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে নিষিদ্ধ পলিথিন জব্দ করেন।

    অভিযানের তথ্য সংগ্রহের সময় স্থানীয় সংবাদকর্মীদের সাথে গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম সাইফ অসৌজন্যমূলক আচরণ করেন। এ নিয়ে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ বলেন, ‘আপনারা (সাংবাদিকরা) নিউজ না করলে আমার কি। নিউজ করতে হবে না।’

    পরে সংবাদকর্মীরা সহকারী কমিনার ভূমির নিউজ বর্জন করেন। এ প্রসঙ্গে জানতে চাইলে গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ বলেন, তাদের বলেছিলাম-মোবাইল কোর্ট চলমান অবস্থায় ভিডিও করা যাবে না। এখানে মনোমালিন্যের কিছু নাই।

    আমি তাদের আইনের কথা বলেছি। আমার কথা তাদের পছন্দ হয়নি। এ ব্যাপারে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান বলেন, ঘটনাটি আমি জেনেছি। স্থানীয় সাংবাদিকদের সাথে এ বিষয় নিয়ে আমার বসার কথা রয়েছে। মোবাইল কোর্টের বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় বক্তব্য দিবেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    এবারের বিপিএল থেকে সরে যাচ্ছে ফরচুন বরিশাল!

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন আসর বসবে আসছে ডিসেম্বরে। তার আগে বাকি আছে আর দুই মাস সময়। ঠিক এই সময়...