More

    গোসলে নেমে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

    অবশ্যই পরুন

    ওবায়দুর রহমান, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি : গোসল করতে নেমে ডুবে নিখোঁজ আলীফ(৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৮ অক্টোবর ( বুধবার) রাত ৮ টার দিকে দুমকীর মুরাদিয়ার বটতলা এলাকার লোহালিয়া নদী থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়েছে।

    আলীফ বরগুনা জেলার লাকৈর এলাকার নিজাম আকনের ছেলে। জানাগেছে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর খালা বাড়িতে বেড়াতে এসে গত ৬ অক্টোবর সোমবার দুপুরে পাশ্ববর্তী নদীতে চার পাঁচজন শিশু গোসল করতে নামলে আলীফ পানিতে ডুবে যায়।

    পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা খোঁজাখুঁজি করে উদ্ধার করতে পারেনি। বুধবার বিকেলে দুমকীর মুরাদিয়ার বটতলা এলাকায় ভাসমান শিশুর মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে সন্ধ্যার দিকে দুমকী পুলিশের সহায়তায় পটুয়াখালী নৌ পুলিশ মরদেহ উদ্ধার করে।

    নিখোঁজ শিশুর স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থল আসেন এবং সনাক্ত করেন। দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) মো. রফিকুল ইসলাম জনান, নৌ পুলিশের সহায়তায় আমরা মরদেহ উদ্ধার করি। নিহতের স্বজনরা এসেছেন। এ বিষয়ে দুমকী থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন। আইনি কার্যক্রম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পটুয়াখালীর ‎দুমকিতে গাভী লুটপাটের অভিযোগ, ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন

    ওবায়দুর রহমান অভি, পটুয়াখালী প্রতিনিধিঃ ‎পটুয়াখালীর দুমকীতে কৃষকের ২টি গাভী লুটের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে সংবাদ সম্মেলন...