বাকেরগঞ্জ প্রতিনিধি: বাকেরগঞ্জ উপজেলার বিশারিকাঠী এলাকায় শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলা মৎস্য অভিযান চলাকালে একটি ট্রলারে অভিযানরত মৎস্য কর্মকর্তাদের ওপর স্থানীয় জেলেদের হামলার ঘটনা ঘটেছে। হামলার পর পুলিশ এবং মৎস্য কর্মকর্তারা যৌথভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযানে অংশগ্রহণের পর ১১ জনকে আটক করা হয়। আটককৃতরা সবাই এলাকায় পরিচিত ও আন্দারমানিক ও চন্দ্রমোহন এলাকার বাসিন্দা।
তাদের মধ্যে রয়েছে সগির হাওলাদার (১৬), মিজান হাওলাদার (২৫), শুভ মাঝি (২৩), মিঠুন মাঝি (২০), সুমন মাঝি (১৯), সাদিম হাওলাদার (২০), শরাফাত হোসেন (৩০), মামুন হাওলাদার (৪০), নাজমুল মিস্ত্রি (২০), রুবেল ডাকুয়া (৩৫) ও রাসেল মল্লিক (২৮)।
পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তৎপর এবং মৎস্য কর্মকর্তারা জানান, স্থানীয় জেলেদের কিছু অংশ নিয়মিতভাবে মৎস্য আইন অমান্য করছে, যা ভবিষ্যতে আরও বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। অভিযান চলাকালীন সময় স্থানীয়দের সতর্ক করার পাশাপাশি মৎস্য সম্পদের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।
স্থানীয়রা এই ধরনের হামলার ঘটনায় উদ্বিগ্নতা প্রকাশ করেছেন এবং প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। পুলিশ জানায়, তদন্ত শেষে যারা আইন লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।