নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীর তীরে ‘রাসেল ভাইপার’ সন্দেহে একটি সাপকে পিটিয়ে মরেছে স্থানীয়রা।
শুক্রবার বিকালে উপজেলার হরণী ইউনিয়নের চতলার খাল এলাকায় সাপটি দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শী তালহা সিফাত বলেন, “আমরা ঘুরতে গিয়ে, একটি বড় সাপ দেখি। পরে সাপটি একটি গাছের গুড়ির পাশে আশ্রয় নেয়। তখন উদ্ধারের জন্য অনেক জায়গায় ফোন দিয়েছি। কিন্তু কেউ সাড়া দেয়নি।
“এর মধ্যে কয়েকজন বলেছে, সাপটি বিষাক্ত রাসেল ভাইপার। পরে লোকজন ভয়ে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেছে।”
উপকূলীয় বনবিভাগ নোয়াখালীর বিভাগীয় কর্মকর্তা আবু ইউসুফ বলেন, “রাসেল ভাইপার সাধারণত শুষ্ক অঞ্চল ও বনাঞ্চলে বসবাস করে। মেঘনার তীরে এমন সাপের উপস্থিতি অস্বাভাবিক হলেও জলবায়ু পরিবর্তন ও আবাসস্থল ধ্বংসের কারণে এখন বিভিন্ন অঞ্চলে এ প্রজাতির সাপ দেখা যাচ্ছে। এর আগেও এমন সাপ দেখা দিয়েছিল, আমরা সেটি উদ্ধার করেছিলাম।”
তিনি বলেন, “ভবিষ্যতে এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে বনবিভাগ বা বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তাদের খবর দিতে হবে, যাতে সাপটি নিরাপদে উদ্ধার করে সংরক্ষিত স্থানে রাখা যায়।”