সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে পটুয়াখালীর দুমকিতে দুই জেলেকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১২ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. এজাজুল হক এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন কলসকাঠি ইউনিয়নের নারাঙ্গল গ্রামের নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার (৩২) ও বাবুল হাওলাদারের ছেলে মো. সোহাগ হাওলাদার (২৪)। মৎস্য বিভাগ ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে উপজেলার পাতাবুনিয়া-পান্ডব নদীর মোহনায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ওই সময় তারা কারেন্ট জাল ব্যবহার করে মা-ইলিশ শিকার করছিলেন।
অভিযানকালে ব্যবহৃত একটি নৌকা ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে এবং নৌকাটি ভেঙে ধ্বংস করা হয়। আটকের পর সকালেই তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালত উভয় জেলেকে এক মাস করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্তদের পটুয়াখালী জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।