মো.নাসির উদ্দিন লিটন কালকিনি প্রতিনিধি: “মা ইলিশ রক্ষা পেলে, দেশে প্রচুর ইলিশ মেলে” — এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো মাদারীপুরের কালকিনি উপজেলাতেও শুরু হয়েছে মা ইলিশ সংরক্ষণের বিশেষ কার্যক্রম।
প্রধান প্রজনন মৌসুম উপলক্ষ্যে আড়িয়ার খাঁ নদীতে ২২ দিনব্যাপী এই অভিযান পরিচালনা করছেন উপজেলা প্রশাসন। শনিবার উপজেলার নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন-এর নেতৃত্বে আড়িয়াল খা নদীতে অভিযান পরিচালিত হয়।
তার সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রনব কুমার ও কালকিনি থানা পুলিশের সদস্যরা। কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন বলেন, প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা নিষিদ্ধ থাকায় সরকারিভাবে এই সময় মাছ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
এ সময় নদীতে অভিযান চালিয়ে মাছ ধরার নানা সরঞ্জাম জব্দ ও ধ্বংস করা হয় হয়েছে । এ অভিযান অব্যাহত থাকবে।