More

    দলিল, পর্চা, এবং আদালতের আদেশ থাকা সত্বেও ক্রয় কৃত জমিতে যেতে পারছেন গৃহীতা

    অবশ্যই পরুন

    বাকেরগঞ্জ ( বরিশাল) উপজেলা সংবাদ দাতা:  সাব কবলা দলিল মুলে মালিক থাকার পরেও প্রতিপক্ষ জমির দখল ছাড়তে নারাজ। জমির গৃহীতা মোঃ জামাল উদ্দিন ( সোহাগ) পিতা শাহজাহান হাওলাদারের অভিযোগ সুত্রে জানা যায় বাকেরগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডস্হ থানার সামনে জেএল নং ২৭/১২/২০১৭ সালে মালিক মোঃ কেরামত আলী মুন্সীর ওয়ারিশ যথাক্রমে মোঃ হাবিবুর রহমান, রওশানআরা,হাসনবানু, মোঃ ইউসুফ হাওলাদার, রাবেয়া বেগম, এবং আকলিমা বেগমের নিকট থেকে সাব – কবলা দলিল নং -৬৮৩২/১৭ মুলে জেএল নং ৪৪,এসএ খতিয়ান নং ৩২ এর হাল দাগ নং১০৯ হইতে ১.৫০ শতাংশ জমি ক্রয় করে। যাহা বর্তমানে আলাদা ভাবে ১৯৯ নং সৃজিত খতিয়ান খোলা হয়েছে।

    সংশ্লিষ্ট জমি গৃহীতা জানান, উক্ত দেড় শতাংশ জমি হইতে তিনি মাত্র. ৫০ (আধা শতাংশ ) জমি ভোগদখল প্রাপ্ত রহিয়াছন এবং বাকী ১ ( এক) শতাংশ জমি অন্যায় জোড়পূর্বক মোফাজ্জেল হোসেন হাওলাদার পিতা মন্নান হাওলাদার দখল করে রেখেছেন এবং জমির দখল না ছাড়িবার জন্য ক্রয়কৃত মালিক জামালউদ্দীন ( সোহাগ) ভয় ভীতি ও হুমকি দিয়া আসছে।

    সুত্রে জানা যায় এ বিষয়ে স্হানীয় ভাবে কয়েক বার বিরোধ মিমাংসা জন্য ডাকা হইলে জমির জবর দখলকারী মোফাজ্জল তাহা মানেননি। এবং কোন রকম আইনের তোয়াক্কা না করে জোর পূর্বক অত্র জমিতে গার্মেন্টস পন্যের দোকান পরিচালনা করে আসছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আজ থেকে কর্মবিরতিতে এমপিওভুক্ত শিক্ষকরা

    মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধিসহ তিন দাবিতে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি...