More

    পটুয়াখালীতে ইলিশ নিয়ে নদীতে ঝাঁপ, ২৪ ঘণ্টা পরও যুবক নিখোঁজ

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে নিষিদ্ধ সময়ে ইলিশ কিনে ফেরার পথে নৌপুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন রাসেল খান। রোববার (১২ অক্টোবর) সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল তল্লাশি চালিয়েও তার সন্ধান পায়নি।

    এর আগে, শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটে। নিখোঁজ রাসেল খান (৩৫) উপজেলার নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়নের ইউসুফ খানের ছেলে। নৌপুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ মৌসুমে ইলিশ কিনে চারজন একটি নৌকায় করে ফিরছিলেন। তেঁতুলিয়া নদী থেকে কালাইয়া ইউনিয়নমুখী আলোকি খালে প্রবেশের সময় নৌপুলিশের টহল দলকে দেখতে পেয়ে আতঙ্কে রাসেল নদীতে ঝাঁপ দেন। এ সময় তার সঙ্গে থাকা দুজন পাশের একটি ট্রলারে উঠে পালিয়ে যান।

    পরে নৌপুলিশ মানবিক কারণে একজনকে মাছসহ পেলেও কাউকে আটক করেনি বলে জানিয়েছেন ফাঁড়ির কর্মকর্তারা। স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর পানির স্রোত ও গভীরতার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এলাকাবাসী ঘটনাটি নিয়ে শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন।

    এ বিষয়ে কালাইয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আল মামুন বলেন, ঘটনার পর থেকেই আমরা নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছি। নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন। তিনি আরও বলেন, ডুবুরিদল সকাল থেকে নদীতে অনুসন্ধান চালাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যায়নি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আজ থেকে কর্মবিরতিতে এমপিওভুক্ত শিক্ষকরা

    মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধিসহ তিন দাবিতে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি...