More

    অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে বরিশালের এমপিওভুক্ত শিক্ষকরা

    অবশ্যই পরুন

    বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির পালন করছেন বরিশালের এমপিওভুক্ত শিক্ষকরা।

    পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল থেকে বরিশালের বিভিন্ন স্থানে এমপিওভুক্ত স্কুল–কলেজে পাঠদান বন্ধ রয়েছে। বরিশাল জগদীশ সারস্বত উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন বলেন, এমপিওভুক্ত সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি চলবে যতক্ষণ না সরকার দাবি মেনে প্রজ্ঞাপন জারি করে।

    সারাদেশের মতো বরিশালেও কর্মবিরতি চলছে। এরআগে আন্দোলনের অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়া শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশ লাঠিচার্জ, জলকামান, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে অন্তত তিনজন শিক্ষক আহত হন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মঠবাড়িয়ায় শিক্ষকদের কর্মবিরতি — শিক্ষা কার্যক্রমে স্থবিরতা

    মোঃ রোকনুজ্জামান শরীফ, মঠবাড়িয়া প্রতিনিধি:  সারাদেশের বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা মেডিকেল ভাতা, বাড়িভাড়া ভাতা ও উৎসব...