More

    দাবি আদায়ে গলাচিপায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার : ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা ও ১ হাজার ৫০০ টাকা মেডিক্যাল ভাতা প্রদানের দাবিতে ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপা উপজেলার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে উপজেলার বিভিন্ন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কলেজের শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে কর্মবিরতিতে অংশ নেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মবিরতির ছবি ও অবস্থান কর্মসূচির দৃশ্য ছড়িয়ে দিচ্ছেন শিক্ষকরা। কর্মবিরতিতে ক্লাস বন্ধ থাকায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা।

    কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের দাবির সাথে সংহতি জানিয়ে শিক্ষার্থীদের সমর্থন দিতে দেখা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার কলাগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়, বিপিসি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজ, রতনদি তালতলী মাধ্যমিক বিদ্যালয়, বড় চত্রা দাখিল মাদ্রাসা, পানখালী পানজাতীয়া মাধ্যমিক বিদ্যালয়, উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজ, গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, চিকনিকান্দী মাধ্যমিক বিদ্যালয়, ডাকুয়া মাধ্যমিক বিদ্যালয়, পশ্চিম তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, নলুয়াবাগী মাধ্যমিক বিদ্যালয়, এনজেড আলিম মাদ্রাসা, কালিকাপুর নুরিয়া কামিল মাদ্রাসা, কোটখালী সিনিয়র মাদ্রাসা, কালারাজা হাট হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা, মুরাদনগর আহমাদিয়া দাখিল মাদ্রাসা, বোয়ালিয়া ছালেহিয়া দাখিল মাদ্রাসা, বড়বাঁধ মহিলা দাখিল মাদ্রাসা, উত্তর চর বিশ্বাস ছালেহা খাতুন দাখিল মাদ্রাসা, মধ্য হরিদেপপুর মাধ্যমিক বিদ্যালয়, ছোনখোলা পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়, পানপট্টি বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, চর চন্দ্রাইল মাধ্যমিক বিদ্যালয়, গলাচিপা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়, উত্তর চরখালী মাধ্যমিক বিদ্যালয়, চর আগস্তি স্কুল এন্ড কলেজ, সুহরী মাধ্যমিক বিদ্যালয়, গলাচিপা মহিলা ডিগ্রি কলেজ, খারিজ্জমা ডিগ্রি কলেজ, বকুলবাড়িয়া ডিগ্রি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মবিরতি পালিত হয়েছে।

    গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. রাজা মিয়া আন্দোলনের বিষয় কোন মন্তব্য দিতে রাজি হননি। বেসরকরি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মিন্টু বলেন, আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। আন্দলনের সাথে আমাদের সমর্থন আছে এবং শিক্ষকদের যৌক্তিক দাবি সরকারের মেনে নেয়া উচিত। গলাচিপায় সকল এমপিও শিক্ষক ও কর্মচারীরা আজকে কর্মবিরতি পালন করেছেন।

    উপজেলা একাডেমিক সুপারভাইজার বলেন, সারাদেশ ব্যাপী শিক্ষকদের কর্মবিরতি চলছে। গলাচিপায় এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা কর্মবিরতি পালন করছে। ফলে শিক্ষার্থীদের পড়াশুনার মারাত্মক ক্ষতি হচ্ছে। আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে চেষ্টা করছি। গলাচিপা আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাওলানা আবুল হোসেন বলেন, শিক্ষক- কর্মচারীরা তাদের ন্যায্য দাবির জন্য রাজপথে গিয়েছে। সম্মানিত শিক্ষকদের উপর পুলিশের হানলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষকরা ২০ শতাংশ বাড়ি ভাতা ও ১ হাজার ৫০০ টাকা মেডিক্যাল ভাতার দাবি জানিয়ে আসছেন। শিক্ষা উপদেষ্টা আশ্বাস দিলেও সম্প্রতি সরকার মাত্র ৫০০ টাকা বাড়ি ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করে। শিক্ষক সমাজ এ প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলনে নামেন।

    গত রোববার ঢাকা প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশ অতর্কিত হামলা চালায়। এর প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষক সংগঠন দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা দেয়। সেই কর্মসূচির অংশ হিসেবেই গলাচিপার শিক্ষকরা সোমবার থেকে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। উল্লেখ্য, গলাচিপা উপজেলায় এমপিও মাধ্যমিক বিদ্যালয়ের ৪৪টি, মাদ্রাসা ৩৪টি ও বেসরকারি কলেজ রয়েছে ৭ টি। সোমবার সকাল থেকে এসকল প্রতিষ্ঠানে কর্মবিরতি হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    নাজিরপুরে দুর্যোগ প্রশমন দিবসে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

    নাজিরপুরে প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উপলক্ষে নাজিরপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ভূমিকম্প...