More

    বরিশালে বিএনপিতে যোগ দিলেন ৪০ সনাতন ধর্মাবলম্বী পরিবার

    অবশ্যই পরুন

    বরিশাল সদর উপজেলায় বিএনপি নেতার হাতে ফুল দিয়ে দলটিতে যোগদান করেছেন ৪০টি সনাতন ধর্মাবলম্বী পরিবারের সদস্যরা। সোমবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের উত্তর কড়াপুর বৌশেরহাটে এই যোগদান অনুষ্ঠিত হয়।

    বরিশাল সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রায়পাশা-কড়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার বিকেলে রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বৌশেরহাটে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়।

    বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ ছাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ইসলাম সাবু, যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, আলহাজ মন্টু খান, মাহাবুবুল আলম বাবুলসহ উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও তাদের অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানের শেষভাগে রায়পাশা-কড়াপুর ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের ৪০টি পরিবারের নারী-পুরুষ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীনের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন। তারা ওই ইউনিয়নের বাসিন্দা অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার জয়দেব সিং-এর নেতৃত্বে বিএনপিতে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কালকিনিতে মা ইলিশ রক্ষায় মোবাইল কোর্ট অভিযান

    মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার আড়িয়াল খাঁ নদে আজ মঙ্গলবার সকাল থেকে মা ইলিশ রক্ষায় বিশেষ মোবাইল কোর্ট অভিযান...