More

    গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামিরা পলাতক

    অবশ্যই পরুন

    বরিশালের বাকেরগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) রাতে থানায় মামলাটি করেন ভুক্তভোগীর স্বামী। আসামিরা হলেন- উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হারুন হাওলাদার (৫০) ও আসাদুল (৩০)।

    মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর ভুক্তভোগী গৃহবধূর স্বামী কাজের সুবাদে বাড়ির বাইরে থাকায় তার অনুপস্থিতিতে বসতঘরে প্রবেশ করে হারুন হাওলাদার প্রথমে ধর্ষণ করে। এ ঘটনার দুদিন পর ৭ অক্টোবর গৃহবধূর স্বামীর ঘরে না থাকার সুযোগে সালিশের কথা বলে ভয়ভীতি দেখিয়ে আসাদুলও ধর্ষণ করে। পরে গৃহবধূর স্বামী রাতে বাড়িতে আসলে তাকে বিষয়টি জানান।

    স্বামী প্রতিবেশীর কাছে ঘটনাটি জানালে স্থানীয় কয়েকজন মিলে গোপনে সালিশ করেন ও স্ট্যাম্পে স্বাক্ষর নেন। তবে ভুক্তভোগী ও তার স্বামী আপস করতে রাজি হননি।

    এ ঘটনার পর হারুন ও আসাদুল পালিয়ে যান। বাকেরগঞ্জ থানা ওসি আবুল কালাম আজাদ বলেন, রোববার রাতে ভুক্তভোগীর স্বামী দুজনকে আসামি করে ধর্ষণ মামলা করেছেন। আসামিরা পলাতক রয়েছেন, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ৩০০ আসনে প্রার্থী দেয়ার ঘোষণা গণতন্ত্র মঞ্চের

    আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির কাছে আসন না চাওয়ার কথা জানিয়েছে গণতন্ত্র মঞ। সব আসনে প্রার্থী দেয়ার পাশাপাশি নেতাকর্মীদের...