আজ ১১:২০ ঘটিকায় জেলা এনএসআই বরিশাল কার্যালয়ের তথ্যের ভিত্তিতে বরিশাল মহানগরীর ২১নং ওয়ার্ডস্থ মানু মিয়ার লেন এলাকা থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশ সন্দেহভাজন ভারতীয় নাগরিক (মহিলা) আটক করে।
গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই বরিশাল কার্যালয় জানতে পারে যে উল্লিখিত ঠিকানায় একটি মুসলিম পরিবারের আশ্রয়ে কয়েকজন ভারতীয় মহিলা অবস্থান করছেন। তারা সার্বক্ষণিক ঘরের দরজা বন্ধ করে রাখেন এবং বোরকা পরিধান করে বাইরে বের হন।
অভিযানে গিয়ে উক্ত ঠিকানায় জনৈক কুদ্দুসের ভাড়া বাসায় একজন হিন্দু নারীকে জিজ্ঞাসাবাদ করা হনে তিনি নিজেকে মাদারীপুরের রাজৈর উপজেলার বাসিন্দা রীতা বালা বলে দাবি করেন। তার প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জেলা এনএসআই বরিশাল কার্যালয় কর্তৃক বরিশাল ও মাদারীপুর নির্বাচন অফিসে যাচাই করে দেখা যায় কার্ডের সকল তথ্য সঠিক থাকলেও ছবির ভিন্নতা পাওয়া যায়।
এবং মাদারীপুরের বর্ণিত ঠিকানায় স্থানীয়ভাবে যাচাই করে রিতা বালা কর্তৃক প্রদত্ত তথ্যের গড়মিল পাওয়া যায়। এছাড়া বরিশালে তার অবস্থানের বিষয়ে তিনি একেকবার ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছেন।
বর্তমানে অভিযান চলমান রয়েছে। ঘটনাস্থলে জেলা এনএসআই বরিশাল কার্যালয়ের টিম ও কোতোয়ালি মডেল থানা পুলিশ উপস্থিত রয়েছেন। আনুষঙ্গিক কার্যক্রম চলমান রয়েছে।