বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, বরিশাল সদর উপজেলা বিএনপির বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আহমেদ আনিস, সদস্য সচিব হিসেবে সাইফুল ইসলাম আরমান, এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুস সালাম বাড়ি।
চিঠিতে আরও উল্লেখ করা হয় যে,
১০টি ইউনিয়ন থেকে যোগ্য, নিবেদিত ও রাজনৈতিকভাবে সক্রিয় কর্মীদের সমন্বয়ে আগামী এক মাসের মধ্যে পূর্ণ আহ্বায়ক কমিটি গঠন করতে হবে।
পরবর্তীতে উপজেলা পর্যায়ে সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করা হবে।
চিঠিতে স্বাক্ষর করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।