বরিশাল সংবাদ দাতা : বাকেরগঞ্জে তরুণদের কার্যকরী সম্পৃক্ততায় কিশোর কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা এবং সুস্থতার শক্তিশালী করন বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর ২০২৫ মঙ্গলবার সকাল দশটায় পৌরসভা মিলনায়তনে ইউনিসেফের কারিগরি সহযোগিতা ও অর্থায়নে বেসরকারি সংস্থা ( বাপসা)র আয়োজিত এ কর্মশালার শুরু হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমী আক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ দাস, যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন খান (শামীম) । এছাড়াও অন্যান্যদের মধ্যে প্রশিক্ষণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষক, গার্লস গাইড, স্কাউট, বিভিন্ন কিশোরী ক্লাবের সদস্য, যুব সংগঠনের সদস্যবৃন্দ। প্রশিক্ষণ অনুষ্ঠান পরিচালনা করেন বেসরকারি সংস্থা( বাপসা) র বরিশাল জেলা সমন্বয়কারী শামীমা চৌধুরী।
কর্মশালা অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডাক্তার সুমি আক্তার বলেন, কিশোর কিশোরীদের প্রজনন ও স্বাস্থ্য সেবা হল তাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা যাতে আগামী দিনের ভবিষ্যৎ স্বপ্ন ভ্রষ্টা কিশোর কিশোরীরা প্রজনন ও স্বাস্থ্য গত সুরক্ষা পেয়ে থাকে।
এজন্য অভিভাবক পিতা-মাতা এবং বিদ্যালয়ের শিক্ষকদের উচিত কিশোর কিশোরীদের যথাযথ কাউন্সেলিং এর ব্যবস্থা করা কর্মশালায় কিশোর কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা সচেতনতা, বয়ঃসন্ধিকাল শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে সঠিক জ্ঞান বিষয় আলোচনা করা হয়