More

    বাকেরগঞ্জে কিশোর কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা এবং সুস্থতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

    অবশ্যই পরুন

    বরিশাল সংবাদ দাতা : বাকেরগঞ্জে তরুণদের কার্যকরী সম্পৃক্ততায় কিশোর কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা এবং সুস্থতার শক্তিশালী করন বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর ২০২৫ মঙ্গলবার সকাল দশটায় পৌরসভা মিলনায়তনে ইউনিসেফের কারিগরি সহযোগিতা ও অর্থায়নে বেসরকারি সংস্থা ( বাপসা)র আয়োজিত এ কর্মশালার শুরু হয়।

    কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমী আক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ দাস, যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন খান (শামীম) । এছাড়াও অন্যান্যদের মধ্যে প্রশিক্ষণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষক, গার্লস গাইড, স্কাউট, বিভিন্ন কিশোরী ক্লাবের সদস্য, যুব সংগঠনের সদস্যবৃন্দ। প্রশিক্ষণ অনুষ্ঠান পরিচালনা করেন বেসরকারি সংস্থা( বাপসা) র বরিশাল জেলা সমন্বয়কারী শামীমা চৌধুরী।

    কর্মশালা অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডাক্তার সুমি আক্তার বলেন, কিশোর কিশোরীদের প্রজনন ও স্বাস্থ্য সেবা হল তাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা যাতে আগামী দিনের ভবিষ্যৎ স্বপ্ন ভ্রষ্টা কিশোর কিশোরীরা প্রজনন ও স্বাস্থ্য গত সুরক্ষা পেয়ে থাকে।

    এজন্য অভিভাবক পিতা-মাতা এবং বিদ্যালয়ের শিক্ষকদের উচিত কিশোর কিশোরীদের যথাযথ কাউন্সেলিং এর ব্যবস্থা করা কর্মশালায় কিশোর কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা সচেতনতা, বয়ঃসন্ধিকাল শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে সঠিক জ্ঞান বিষয় আলোচনা করা হয়

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ৩০০ আসনে প্রার্থী দেয়ার ঘোষণা গণতন্ত্র মঞ্চের

    আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির কাছে আসন না চাওয়ার কথা জানিয়েছে গণতন্ত্র মঞ। সব আসনে প্রার্থী দেয়ার পাশাপাশি নেতাকর্মীদের...