More

    নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার পাথরঘাটায় এক জেলেকে ১২ দিনের কারাদন্ড

    অবশ্যই পরুন

    ইলিশের প্রজনন বাড়াতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা উপেক্ষা করে বরগুনার পাথরঘাটা সংলগ্ন বলেশ্বর নদীতে মাছ শিকার করার অপরাধে হাবিবুর রহমান হাওলাদার (৪৫) নামে এক জেলেকে ১২ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

    মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ১১ টার দিকে পাথরঘাটা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিজানুর রহমান এ আদেশ দেন। এর আগে সন্ধা সাতটার দিকে বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে মৎস্য বিভাগ ও পুলিশ তাকে আটক করে।

    সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞার নিয়মিত অভিযানে মাছ ধরার সময় হাবিবুর রহমানকে আটক করা হয়। এ সময় জালসহ কিছু মাছ পাওয়া যায়। মাছ এতিমখানায দেয়া হয়েছে জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সাংবাদিককে আগুনে পুড়িয়ে হত্যার হুমকি দিলেন শ্রমিকলীগ নেতা

    চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে মো. সাইফুল ইসলাম নামের এক সাংবাদিককে আগুনে পুড়িয়ে হত্যার হুমকির অভিযোগ উঠেছে চরফ্যাশন পৌর শ্রমিকলীগের সভাপতি...