বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরে রবি মৌসুম কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে শীতকালীন (ইনব্রিড ও হাইব্রিড) জাতের শাকসবজি, গম, সরিষা, সূর্যমুখী, চিনা বাদাম, সয়াবিন, মুগ, মসুর, খেসারি ও ফেলন উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই সার ও বীজ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ।
উপজেলা কৃষি অফিসার সুনীতি কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ, রিপোর্টার্স ইউনিটি সভাপতি দানিসুর রহমান লিমন দানি, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি জিয়াউল হক আকন প্রমুখ উপস্থিত ছিলেন।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বাকেরগঞ্জ উপজেলার ৬৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে শীতকালীন শাকসবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে।