More

    পিরোজপুরে বাবার মৃত্যুর এক মাস পর মাদ্রাসা ছাত্রী নিখোঁজ

    অবশ্যই পরুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে পিতার মৃত্যুর এক মাস পর এক মাদ্রাসা ছাত্রী নিখোঁজ রয়েছেন। উপজেলার কলারুন গ্রামের মৃত জামাল হাওলাদারের বড় মেয়ে রাবেয়া আক্তার গত শনিবার (১১ অক্টোবর) খালার বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন এবং আর ফিরে আসেননি।

    স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজ মাদ্রাসা ছাত্রী কলারুন ইসলামীয়া দাখিলা মাদ্রাসা থেকে ২০২৫ সালে দাখিল পাশ করেছেন। মাদ্রাসা ছাত্রীর মা লিপি বেগম জানান, ‘এক মাস আগে আমার স্বামী মারা গেছেন। আমি সেই শোকও কাটিয়ে উঠতে পারিনি।

    এর মধ্যে আবার মেয়েটাও নিখোঁজ হয়েছে। আমি আত্মীয়-স্বজনসহ সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোনো খোঁজ পাইনি। এখন থানায় এসেছি জিডি করার জন্য। আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই।’ তিনি প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

    ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন জানান, ‘মাদ্রাসা ছাত্রী নিখোঁজ হওয়ার বিষয়ে আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বিমানবন্দরে আগুন নেভাতে গিয়ে ২২ জন আহত

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন নেভাতে গিয়ে ২২ জন আহত হয়েছেন। এরমধ্যে ১৫ জন আনসার সদস্য...