More

    ৮৭ বলে ফিফটি করে সাজঘরে হৃদয়

    অবশ্যই পরুন

    ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে ধীরগতির হলেও গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেছেন তাওহিদ হৃদয়। ইনিংস গঠন করেই ব্যক্তিগত ফিফটি পূর্ণ করেন এই ডানহাতি ব্যাটার। ৮৭ বল খেলে অর্ধশতক ছুঁয়ে ফিরে গেছেন সাজঘরে। তবে তার ইনিংস বাংলাদেশের ইনিংসকে একটি শক্ত ভিত দিতে সাহায্য করেছে।   ম্যাচের শুরুটা হয়েছিল বাংলাদেশ দলের জন্য দুঃস্বপ্নের মতো।

    ইনিংসের প্রথম ওভারে ৭ রান এলেও দ্বিতীয় ওভারে এল প্রথম ধাক্কা। ইনফর্ম ওপেনার সাইফ হাসান লেগ বিফোরের ফাঁদে পড়েন মাত্র ৩ রান করে। এরপর তৃতীয় ওভারের প্রথম বলেই সাজঘরে ফেরেন আরেক ওপেনার সৌম্য সরকার। অফ স্টাম্পের বাইরের বলটি কভার পয়েন্টের উপর দিয়ে খেলতে গিয়ে টাইমিং মিস করেন, ফলাফল ব্যাকওয়ার্ড পয়েন্টে রোস্টন চেজের হাতে ধরা।

    ৮ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া বাংলাদেশকে টেনে তোলেন নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। তৃতীয় উইকেটে দুজন গড়েন ৭১ রানের জুটি। শান্ত ৩২ রান করে ফিরে গেলেও হৃদয় এগিয়ে নিয়ে যান ইনিংস।

    যদিও তার ব্যাটিং কিছুটা ধীরগতির ছিল, তবুও সেই সময় উইকেটে থাকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৩৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১২৮ রান। এখনো বেশ কিছু ওভার হাতে রয়েছে, ফলে বড় স্কোরের সম্ভাবনা টিকে আছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বিমানবন্দরে আগুন নেভাতে গিয়ে ২২ জন আহত

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন নেভাতে গিয়ে ২২ জন আহত হয়েছেন। এরমধ্যে ১৫ জন আনসার সদস্য...