রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ার ঐতিহ্যবাহী সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের নবগঠিত আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৮ অক্টোবর) বিকালে রাজধানীর বিজয়নগরে স্কাইভিউ ভবন মিলনায়তনে সংগঠনের আহবায়ক পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ্ আল মাহাবুবের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আশিকুল ইসলাম আজাদ ও সাজ্জাদ হোসেন,
সদস্য মাহাবুবুর রহমান,আতিকুর রহমান,মোঃ সাইদুর রহমান, আব্দুর রব, শামসুদ্দীন আহম্মেদ,এইচ এম আকতার হোসেন,মোঃ শাহজামাল খান, শিবানন্দ শীল, রাহাদ সুমন,,নাজমুল হোসেন শামিম, সুজন হালদার, রিয়াজ মেহমুদ, সাব্বির শিশির বাবু, সাব্বির আহমেদ রাজন প্রমুখ। সভায় সংগঠনে ১৫ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠনসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।