More

    ওয়ানডেতে ইতিহাস গড়লেন রিশাদ

    অবশ্যই পরুন

    বাংলাদেশের স্পিন বোলিংয়ের ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে প্রথম ওয়ানডেতে ঘূর্ণির জাদুতে ৫ উইকেট তুলে নিয়ে তিনি গড়েছেন অনন্য রেকর্ড—ওয়ানডেতে বাংলাদেশের প্রথম ডানহাতি স্পিনার হিসেবে ৫ উইকেট নেওয়ার কীর্তি।

    এর আগে এই কৃতিত্ব ছিল না দেশের কোনো ডানহাতি স্পিনারের দখলে। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটার আর পার্ট টাইম স্পিনার রাজিন সালেহ নিয়েছিলেন ৪ উইকেট ১৬ রানে—যা এতদিন ছিল সর্বোচ্চ। প্রায় দুই দশক পর সেই রেকর্ড ভেঙে দিলেন রিশাদ।

    আজ মিরপুরে তার বোলিং ফিগার—৮ ওভারে ৩২ রান দিয়ে ৫ উইকেট। প্রতিটি উইকেটই ছিল গুরুত্বপূর্ণ মুহূর্তে। বলতে গেলে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে রিশাদই তুলে দিয়েছেন। ইনিংসের গতি ভেঙে দিয়ে বারবার ফিরেছেন আক্রমণে, আউট করেছেন ওয়েস্ট ইন্ডিজের শীর্ষ পাঁচ ব্যাটারকে।

    বাংলাদেশের ঘূর্ণি ঐতিহ্য এতদিন মূলত বাঁহাতি বোলারদের ঘিরেই আবর্তিত হয়েছে—সাকিব আল হাসান, তাইজুল ইসলাম বা নাসুম আহমেদের মতো স্পিনাররা দলকে বহুবার জিতিয়েছেন। এবার সেই ধারায় নতুন মাত্রা যোগ করলেন রিশাদ, দেশের প্রথম সফল ডানহাতি লেগ স্পিনার হিসেবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০

    দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা...