More

    বরিশাল নগরীতে বিসিসির নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

    অবশ্যই পরুন

    বরিশাল নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের কাশিপুর বাজার সংলগ্ন এলাকায় সিটি কর্পোরেশনের প্লান ছাড়াই নিয়ম বহির্ভূতভাবে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ আমজেদ গাজীর ছেলে আঃ সোবাহান গাজী কাশিপুর বাজার সংলগ্ন পাচু মিরা বাড়ির পশ্চিম পাশে ও নতুন বাড়ি সংলগ্ন পূর্ব পাশে নিজ সীমানা অতিক্রম করে সিটি কর্পোরেশনের প্ল্যান বহির্ভূত চারপাশে পর্যাপ্ত ফাঁকা জায়গা না রেখে ও চলাচলের রাস্তার জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ করছেন।

    এ ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দা ও পার্শ্ববর্তী ভবন মালিক মোঃ সাখাওয়াত হোসেন, মোঃ সেলিম মাহমুদ, মোঃ সাইফুল ইসলাম ও মোঃ আমিনুল ইসলাম সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে উল্লেখ করেন, “নিয়ম অনুযায়ী নির্মাণের জন্য একাধিকবার অনুরোধ করা হলেও তিনি তা উপেক্ষা করে ভবন নির্মাণ অব্যাহত রেখেছেন।”

    এ বিষয়ে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করে বলেন, নিয়মবহির্ভূত নির্মাণের কারণে পার্শ্ববর্তী ভবনগুলোর স্থায়িত্ব ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে। বাংলাদেশ জাতীয় ভবন নির্মাণ বিধিমালা, ২০২০ অনুযায়ী- নগর এলাকায় কোনো ব্যক্তি সিটি কর্পোরেশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করতে পারবেন না (ধারা ৫)। ভবনের চারপাশে নির্দিষ্ট পরিমাণ ফাঁকা স্থান রাখা বাধ্যতামূলক (ধারা ২৪)।

    এ নিয়ম ভঙ্গ করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্মাণ কার্য বন্ধ করতে এবং প্রয়োজনে উচ্ছেদ কার্যক্রম চালাতে পারে (ধারা ৩০ ও ৩২)। বরিশাল সিটি কর্পোরেশনের রোড-ইন্সপেক্টর মো: সাজ্জাদ বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করেছি। দেখে মনে হয়েছে সোবাহান গাজী সঠিক নয়। মৌখিকভাবে তাদের কাজ বন্ধ করতে বলেছি। না শুনলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

    অভিযুক্ত সোবাহান গাজী বলেন- আমি নিয়ম অনুযায়ী ভবনের কাজ করছি। এদিকে এলাকাবাসী দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাউফলে নিখোঁজের ১ দিন পরে শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

    পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া ইউনিয়নের উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাহিদ মৃধা (৭) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত দেহ উদ্ধার...