More

    আপসোস হয়, রাষ্ট্র পুনর্গঠনের এত বড় সুযোগ পেয়েও কিছু করা গেল না — নুরুল হক নুর

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, “আপসোস হয়, রাষ্ট্র পুনর্গঠনের এত বড় সুযোগ পেয়েও কিছু করা গেল না।”

    শনিবার (১৯ অক্টোবর) তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

    নুরুল হক নুর বলেন, “এক বছরে জুলাইয়ের চেতনার কথা বলে হারামজাদারা সবাই ভাগ-বাঁটোয়ারা আর ধান্দাবাজি করে দেশটাকে আরেকটা সংকটের মুখে ফেলেছে। জানি না, এ থেকে সহজ উত্তরণের কোনো পথ আছে কিনা। আপসোস হয়, রাষ্ট্র পুনর্গঠনের এত বড় সুযোগ পেয়েও কিছু করা গেল না।”

    তিনি আরও বলেন, “আমি চাই এই তথাকথিত ভণ্ড চেতনাবাজ ও নব্য লুটেরাদের বিরুদ্ধে একটি ‘গণতদন্ত কমিশন’ হোক। মানুষের সঙ্গে প্রতারণা এবং গণ-অভ্যুত্থানের স্বপ্ন নস্যাৎ করায় তাদেরও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক।”

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বানারীপাড়ায় বখাটের কাস্তের আঘাতে কলেজ শিক্ষার্থীর মুখমন্ডল ক্ষত বিক্ষত

    রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায়  বখাটের ধারালো কাস্তের আঘাতে জিদনী নামের এক কলেজ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।  বৃধবার (৩...