ওয়েস্ট ইন্ডিজের প্রথম

নিজেদের ওয়ানডে ইতিহাসে প্রথমবার প্রথম পাওয়ারপ প্লের পুরো ১০ ওভার স্পিনার ব্যবহার করল ওয়েস্ট ইন্ডিজ। গায়ানায় ২০২২ সালে বাংলাদেশের বিপক্ষেই পাওয়ার প্লেতে ৭ ওভারে স্পিনারদের দিয়ে করিয়েছিল তারা।

হৃদয়কে ফেরালেন মোতি

পাওয়ার প্লে শেষ হওয়ার পর বোলিংয়ে এলেন গুদাকেশ মোতি। তৃতীয় বলে সাফল্য পেয়ে গেলেন বাঁহাতি স্পিনার। অহেতুক বড় শট খেলতে গিয়ে পয়েন্টে ধরা পড়লেন ১৯ বলে ১২ রান করা তাওহিদ হৃদয়।

ক্রিজে নতুন ব্যাটার নাজমুল হোসেন শান্ত। ১০.৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৪২ রান। সৌম্য সরকার ২৯ বলে ১৭ রানে অপরাজিত।

পাওয়ার প্লেতে ১ উইকেটে ৪০

সাইফ হাসানের বিদায়ের পর জুটি গড়ার চেষ্টায় সৌম্য সরকার ও তাওহিদ হৃদয়। প্রথম পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৪০ রান। অবিচ্ছিন্ন জুটিতে হৃদয় ও সৌম্যর সংগ্রহ ৩৩ বলে ১৮ রান।

১৫ বলে ৬ রান করে আউট হয়েছেন। সৌম্য ২৮ বলে ১৬ ও হৃদয় ১৭ বলে ১২ রানে অপরাজিত। প্রথম ১০ ওভারে ৪৫টি ডট বল খেলেছে বাংলাদেশ।

ছক্কা মেরে সাইফের অক্কা

প্রথম ১৪ বল ডট খেলার পর ১৫তম বলে আকিল হোসেনকে ছক্কায় ওড়ালেন সাইফ হাসান। তবে রানের খাতা খুলে পরের বলেই আউট হয়ে গেলেন ছন্দে থাকা ওপেনার। স্লিপে ক্যাচ দিলেন ১৫ বলে ৬ রান করা সাইফ।

৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২২ রান। নাজমুল হোসেন শান্তর আগে তিন নম্বরে নামলেন তাওহিদ হৃদয়। ১২ বলে ১১ রানে অপরাজিত সৌম্য সরকার।

দুই প্রান্তেই স্পিনে শুরু

একাদশে একগাদা স্পিনার নিয়ে খেলতে নেমে শুরু থেকেই স্পিন আক্রমণ চালাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। গত রাতে বাংলাদেশে এসে দুপুরেই ম্যাচের প্রথম ওভারে করেছেন আকিল হোসেন। পরের ওভারে আসেন অফ স্পিনার রস্টোন চেজ।

৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১২ রান। সৌম্য সরকার ৬ বলে ৭ রানে অপরাজিত। ১২ বলে রানের খাতা খুলতে পারেননি সাইফ হাসান।

তাসকিনের জায়গায় নাসুম, একাদশে ৪ স্পিনার

স্পিন সহায়ক উইকেটে পেসার কমিয়ে ফেলল বাংলাদেশ। তাসকিন আহমেদের জায়গায় নেওয়া হলো বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। ফলে একাদশে এখন ৪ স্পিনার- মেহেদী হাসান মিরাজ, তানভির ইসলাম, রিশাদ হোসেন ও নাসুম।

২০২৩ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর আবার বাংলাদেশের একাদশে দুই বাঁহাতি স্পিনার।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, মাহিদুল ইসলাম অঙ্কন।

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে চার স্পিনার

প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম‍্যাচ শুরু হবে দুপুর দেড়টায়।

ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথম ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে