More

    টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে চার স্পিনার

    অবশ্যই পরুন

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মেহেদী মিরাজ। সিরিজ নিশ্চিত করার ম্যাচে বাংলাদেশ চার স্পিনার নিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে। তাসকিনের জায়গায় একাদশে ঢুকেছেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ।

    ওয়েস্ট ইন্ডিজও চার স্পিনার নিয়ে খেলবে। তাদের একাদশে গুড়াকেশ মোতি, খেরি পেরির সঙ্গে আছেন রোস্টন চেজ। রাতে বাংলাদেশে আসা আকিল হোসেন ঢুকেছেন ক্যারিবীয়দের একাদশে। এছাড়া আকিম আগুয়েস্তে আছেন একাদশে। বাদ পড়েছেন রোমারিও শেইফার্ড।

    দুই দলই স্পিন শক্তি বাড়িয়ে মাঠে নামলেও একই উইকেটে হচ্ছে না সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে। প্রথম ওয়ানডে হয়েছিল মিরপুরের সপ্তম উইকেটে (প্রেস বক্সের বাঁ থেকে)। দ্বিতীয় ওয়ানডে হচ্ছে পঞ্চম উইকেটে। তবে উইকেটে যে স্পিনাররা রাজত্ব করবে না নিয়ে শঙ্কা নেই কোন দলের।

    টস জিতে অধিনায়ক মিরাজ জানিয়েছেন, ২৩০ থেকে ২৪০ রান করতে পারলে তারা জিততে পারবেন বলে মনে করেন। গত ম্যাচে ২০৭ রান করে জিতলেও মিরাজ মনে করেন তারা ৩০ রান কম করেছিলেন। দ্বিতীয় এই ম্যাচে ৫০ ওভার ব্যাটিংয়ের লক্ষ্য নিয়ে নামবেন তারা।

    বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল অঙ্কন, মেহেদী মিরাজ, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

    ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রেন্ডন কিং, আলিস আথানজে, কেসি কার্টি, শেই হোপ, শেরফান রাদারফোর্ড, আকিম আগুয়েস্তে, রোস্টন চেজ, জাস্টিন গ্রেভস, গুড়াকেশ মোতি, খেরি পেরি, আকিল হোসেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মিরাজের লড়াই ও রিশাদের ক্যামিওতে চ্যালেঞ্জিং পুঁজি বাংলাদেশের

    সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ওয়ানতে ক্যারিবিয়ানদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। এদিন আগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে...