More

    বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তিন দফা দাবি আদায়ে পাথরঘাটায় বিক্ষোভ সমাবেশ

    অবশ্যই পরুন

    আরিফ তৌহীদ:পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি- বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বরগুনার পাথরঘাটায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার প্রাণকেন্দ্র গোলচত্বরে এ কর্মসূচি পালন করেন পাথরঘাটার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা।

    তারা মুখে কালো কাপড় বেঁধে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, “আমরা শিক্ষক—জাতি গঠনের কারিগর। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, অরাজকতায় বিশ্বাস করি না। তাই প্রতীকী প্রতিবাদ হিসেবে মুখে কালো কাপড় বেঁধে দাঁড়িয়েছি, যাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ও শিক্ষা উপদেষ্টা আমাদের এই নীরব আর্তনাদ শুনতে পান।”

    অধ্যাপক মোহাম্মদ আব্দুর রব (পাথরঘাটা কলেজ) তার বক্তব্যে বলেন, “দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা বৈষম্যের শিকার হচ্ছেন। একজন শিক্ষক হিসেবে পরিবার নিয়ে বেঁচে থাকা এখন কঠিন হয়ে পড়েছে। আমাদের দাবি ন্যায্য, তাই সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।”

    প্রভাষক আমিনুল ইসলাম (পাথরঘাটা কলেজ) বলেন, “আজ শিক্ষক সমাজের আর্তনাদ দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে গেছে। আমরা শিক্ষা দেই, কিন্তু আমাদের সন্তানদের শিক্ষার খরচই তুলতে পারি না—এটাই এখন বাস্তবতা।”

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ১৯ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন রিশাদ

    বল হাতে তিনি ভরসার নাম। তবে ব্যাট হাতেও যে বড় শট খেলার দক্ষতা আছে তার, সেটা আগেই জানা হয়ে...