More

    গলাচিপায় হিন্দু পরিবারকে হুমকিদাতা সেই যুবদল কর্মী মুকুল গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের মাঝগ্রামে হিন্দু পরিবারকে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদা দাবির ঘটনায় ইউনিয়ন যুবদল কর্মী মেহেদী হাসান মুকুল প্যাদাকে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ। মুকুল চিকনিকান্দি ইউনিয়ন যুবদলের একজন কর্মী। মঙ্গলবার রাতে একই এলাকার ভুক্তভোগী দিলীপ দেবনাথ বাদী হয়ে মুকুল প্যাদার বিরুদ্ধে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেন। ওই রাতেই মুকুলকে গ্রেপ্তার করা হয়।

    এর আগে সোমবার রাতে দিলীপ দেবনাথ গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, মুকুল প্যাদা ও তার ভাই আরিফ হোসেন প্যাদা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। সম্প্রতি তারা দিলীপ দেবনাথের বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ, মারধর ও প্রাণনাশের হুমকি দেন।

    ভয়ে তিনি স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে গলাচিপা থানায় আশ্রয় নেন। এ ঘটনায় মুকুলকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ছাড়াও একটি অনলাইন পত্রিকায় হিন্দু পরিবারকে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদা দাবির খবর প্রকাশ হওয়ায় সংবাদকর্মীকে হুমকি প্রদান করেন মুকুল।

    গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. জিলন সিকদার বলেন, কিছু দিন আগে অভিযুক্ত মুকুল প্যাদা ভুক্তভোগী হিন্দু পরিবারটিকে মারধর করলে তারা থানায় আসলে আমরা মামলা করতে বলি। ভয়ে তারা মামলা না করেই চলে যান।

    পরবর্তীতে আবার হিন্দু পরিবারটিকে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদা দাবির ঘটনায় ভুক্তভোগী দিলীপ দেবনাথ বাদী হয়ে মঙ্গলবার রাতে অভিযুক্ত মুকুল প্যাদার বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলা রুজু হওয়ার পর পরই আসামিকে গ্রেপ্তার করে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    দুমকিতে জুলাই শহীদের মেয়েকে ধর্ষণ মামলায় ৩ আসামীর কারাদণ্ড

    ওবায়দুর রহমান অভি, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে আলোচিত শহীদ জুলাই যোদ্ধার কন্যা কলেজছাত্রী ধর্ষণ মামলায় তিন আসামিকে বিভিন্ন মেয়াদে...