পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুরের শাঁখারীকাঠী ইউনিয়নের কালিগঙ্গা নদীতে শ্যামা পূজা উপলক্ষ্যে এক কিলোমিটার দীর্ঘ ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২২অক্টোবর) বিকেলে শাঁখারীকাঠী সর্বজনীন শ্রী শ্রী কালি মন্দিরের আয়োজনে কালিগঙ্গা নদীতে শাঁখারীকাঠী বাজারের এর পাশ থেকে এক কিলোমিটার উপলক্ষ্যে নৌকা বাইচ দেখতে আসে হাজার হাজার দর্শনার্থীরা।
শ্যামা পূজা উপলক্ষ্যে গ্রামীন ঐতিহ্য নৌকা বাইচ দেখতে বিভিন্ন এলাকা থেকে কায়েক হাজার দর্শনার্থী কালিগঙ্গা নদীর দু-পাশে ভীড় জমায়।
নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির উপলক্ষ্যে নজরুল ইসলাম খান, নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহামুদ আল ফরিদ ভুঁইয়া, অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নাজিরপুর থানার ওসি (তদন্ত) শেখ হেলাল উদ্দিনসহ, শাঁখারীকাঠী সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দিরের সভাপতি অনুপ কুমার মন্ডল, সাধারণ সম্পাদক গৌতম হালদার।
নৌকা বাইচ অনুষ্ঠানে ৮টি নৌকা অংশগ্রহণ করে। এসময় কালিগঙ্গা নদীর দুপাড়ে আহ্বায়ক পরিবেশ বিরাজ করে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেনো এক ভিন্ন উৎসবে মিলিত হয়।