More

    ববিতে যৌন নিপিড়ন বিরোধী সেল

    অবশ্যই পরুন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) যৌন নিপীড়ন ও হয়রানি প্রতিরোধে সহযোগী অধ্যাপক ড.রেহানা পারভীনকে আহ্বায়ক ও সহকারী অধ্যাপক জনাব খাদিজা আক্তারকে সদস্য সচিব করে নতুন অভিযোগ কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    সোমবার (২০ অক্টোবর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনের স্বাক্ষরে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

    সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের নির্দেশনা অনুযায়ী এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সরদার কায়সার আহমেদ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট (হাইকোর্ট বিভাগ) ও বরিশাল জর্জ কোর্টের আইনজীবী এ্যাডভোকেট জাফরুন নেছা রোজী, মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশালের প্রোগ্রাম অফিসার জাহানারা পারভীন।

    অফিস আদেশে বলা হয়েছে, ২০০৯ সালের ১৪ মে হাইকোর্ট কর্তৃক যৌন হয়রানি প্রতিরোধ সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী কমিটি দায়িত্ব পালন করবে। একইসাথে এ সংক্রান্ত পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাকেরগঞ্জের প্রত্যন্ত গ্রামাঞ্চলে পৌঁছে গেছে তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা

    বাকেরগঞ্জের ১৪ টি ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে তৃনমুল ভোটারদের নিকট পৌছে দেওয়া হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক...