More

    বরিশালে জমির বিরোধে শ্যালিকা ও ভায়রাকে কুপিয়ে জখম

    অবশ্যই পরুন

    বরিশালে নগরীতে এক ভায়রার হামলার শিকার হয়েছেন আরেক ভায়রা। এ সময় শ্যালিকাকেও কুপিয়ে জখম করা হয়েছে।  বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৫টায় নগরীর ২৪ নং ওয়ার্ডের ধান গবেষনা সড়কের খেয়াঘাট এলাকায় এ ঘটনাট ঘটে। মো: নাছির হাওলাদার (৪৫) ও তার স্ত্রী মোসা: খাদিজা বেগম (৩৫) কে কুপিয়ে যখম করেছেন তার ছোট ভায়রা মো: মামুন মুন্সি (৩৫), তার স্ত্রী মোসা: রুবিনা বেগম (৩০) এবং শ্বাশুড়ি কহিনুর বেগম (৫৫)।

    স্থানীয় সূত্রে জানা গেছে- মামুন মুন্সির সাথে ভুক্তভোগীর ২শতাংশ জমি নিয়ে দ্বন্দ্ব রয়েছে। মামুন মুন্সি জোর করে জমি নিজের দখলে রেখেছে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় তাদের উপর অতর্কিত হামলা চালায় মামুন মুন্সি তার স্ত্রী রুবিনা ও শ্বাশুড়ি কহিনুর বেগম। এ দিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানা পুলিশ। এ সময় দেশীয় অস্ত্রসহ হামলাকারী মামুন মুন্সিকে আটক করেও আবার ছেড়ে দিয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও সংশ্লিষ্টরা।

    এদিকে আহত মো: নাছির হাওলাদার ও তার স্ত্রী মোসা: খাদিজা বেগম বর্তমানে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এ বিষয় হামলার শিকার মো: নাছির হাওলাদার বলেন, তার ছোট ভায়রা ২ শতাংশ জমি জোর করে দখল করে রেখেছে। আমি এবং আমার স্ত্রী প্রতিবাদ করায় আমাদের উপর হত্যার উদ্দেশ্য হামলা করা হয়েছে।

    আমি ৯৯৯-এ কল করে অভিযোগ দিয়েছি কিন্তু পুলিশ হামলাকারীকে আটক করে আবার ছেড়ে দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এ বিষয় বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: বেলাল আহমেদ বলেন, বিষয়টি আমরা শুনেছি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ইতিহাসে প্রথম একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০২৬ সালের...