More

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

    অবশ্যই পরুন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গ্রেড ১১ থেকে ২০ পর্যন্ত কর্মচারীরা চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু করেছেন। আজ সোমবার (২৭ অক্টোবর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি শুরু হয়, যা দিনব্যাপী চলমান রয়েছে।

    প্রতিদিনের মতো সকালেই বিশ্ববিদ্যালয়ে হাজির হন কর্মচারীরা, কিন্তু নিজেদের কর্মস্থলে না গিয়ে তারা একত্রিত হন প্রশাসনিক ভবনের সামনে। হাতে ব্যানার, ফেস্টুন আর কণ্ঠে দাবি— “চাকরির স্থায়ীকরণ চাই, ন্যায্য প্রাপ্যতা চাই।” কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে তাঁরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, দফতর ও প্রশাসনিক ইউনিটে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

    অথচ এখনো তাঁদের চাকরি স্থায়ী করা হয়নি। এ অবস্থায় তাঁরা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন। একজন কর্মচারী বলেন,“বছরের পর বছর কাজ করে যাচ্ছি, কিন্তু এখনো আমাদের স্থায়ী করা হয়নি। সন্তানদের মুখের দিকে তাকিয়ে প্রতিদিন এই অনিশ্চয়তা নিয়ে কাজ করা সত্যিই কষ্টের।”আরেকজন বলেন,“আমরা কারও বিরুদ্ধে নই, শুধু আমাদের ন্যায্য অধিকার চাই।

    বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় আমরা সকলে অংশীদার হতে চাই মর্যাদার সঙ্গে।” বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে কর্মচারীরা জানিয়েছেন, তাঁদের দাবির বিষয়ে দ্রুত সাড়া না পেলে কর্মসূচির সময়সীমা অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হবে।

    প্রসঙ্গত, সম্প্রতি দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের আন্দোলন ছড়িয়ে পড়েছে। সেই ধারাবাহিকতায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরাও নিজেদের ন্যায্য দাবিতে আন্দোলনে নামেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় সকল খালের সীমানা চিহ্নিতকরনসহ সাত দফা দাবি বাস্তবায়নে নদী তীরে সংবাদ সম্মেলন

    কলাপাড়া প্রতিনিধি:সকল খালের সীমানা চিহ্নিতকরণ, তালিকা তৈরি, দখল—দূষণ মুক্ত করে কৃষিকাজের উপযোগী রাখাসহ সাত দফা দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় সংবাদ...