মো. মিজানুর রহমান স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপায় জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৪ টায় উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে প্রায় পাঁচ হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি ও পৌর মঞ্চ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার মশিউর রহমান শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। প্রধান বক্তা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার হাওলাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন।
সভা সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবু আশীষ কুমার সাহা ও যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিন্টু। এসময় আরও বক্তব্য রাখেন, উপজেল বিএনপির সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন খান, আব্দুস সালাম মৃধা,যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদ আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সবুজ, উপজেলা যুবদলের সদস্য মোস্তাফিজুর রহমান মঈন, পৌর যুবদলের সদস্য সচিব চাঁন মিয়া প্রমূখ।
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি, মহিলাদল, শ্রমিকদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
