More

    নাজিরপুরে সৌদি সরকারের পাঠানো কোরবানির মাংস বিতরণ

    অবশ্যই পরুন

    নাজিরপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে সৌদি আরব সরকার কর্তৃক প্রেরিত কোরবানীর মাংস সমাজের অসহায় দরিদ্র এতিমদের মধ্যে বিতরণ করলেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা।

    বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ২টার দিকে নাজিরপুর উপজেলা পরিষদ চত্বরে এ মাংস বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা, সহকারী কমিশনার ভূমি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপসহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য, উপজেলা বিভিন্ন এতিমখানার মোহতামিম, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা জানান, এবছর খুবই কম বরাদ্দ পাওয়া গেছে যা এতিমখানার তুলনায় খুবই অপ্রতুল। প্রাপ্ত বরাদ্দ এই উপজেলার ২০টি এতিমখানা ১টি মহিলা মাদ্রাসা ১টি আলিয়া মাদ্রাসা ও শিশু নিকেতনসহ সামাজিক সেচ্ছাসেবি সংগঠনের মধ্যে মোট ২৫ কাটুন বিতরণ করা হয়েছে।

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা খোকন চন্দ্র দাস জানান, আমরা যে বরাদ্দ পেয়েছি সেটা উপজেলার এতিমখানাসহ ২৫টি প্রতিষ্ঠানে বিতরণ করেছি। মাংস পাওয়া প্রতিটি প্রতিষ্ঠান সৌদি সরকার ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    খসড়া গঠনতন্ত্র প্রকাশ ববিতে বইছে ছাত্রসংসদ নির্বাচনের হাওয়া

    খসড়া গঠনতন্ত্র প্রকাশ ববিতে বইছে ছাত্রসংসদ নির্বাচনের হাওয়া জুলাই গণঅভ্যুত্থানের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের দাবি ছিল ছাত্রসংসদ নির্বাচন।...