More

    নাজিরপুরে দোলা পরিবহনের ধাক্কায় পথচারী গুরুতর আহত

    অবশ্যই পরুন

    নাজিরপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দোলা পরিবহনের ধাক্কায় জাহাঙ্গীর সেখ নামের এক পথচারী গুরুতর আহত হয়েছেন। আহত জাহাঙ্গীর সেখ উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের পশ্চিম ভীমকাঠী গ্রামের মৃত আমির উদ্দীন সেখের ছেলে।

    বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চৌঠাইমহল পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পিরোজপুর নাজিরপুর রুটে ঢাকাগামী দোলা পরিবহন দীর্ঘদিন যাবৎ বেপরোয়া গতিতে চলাচল করে। এ বিষয়ে তাদেরকে সতর্ক করলেও কোন কাজ হয়না।

    আজ সন্ধ্যায় আমরা জাহিদের হার্ডওয়্যারের দোকানের সামনে দাঁড়ানো ছিলাম এবং জাহাঙ্গীর ও তার সাথে আরও একটা লোক রাস্তার একদম পাশ থেকে হেঁটে যাচ্ছিল। এসময় পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দোলা পরিবহনের (নম্বর ঢাকা মেট্রো ব-১২-২০১৭) যাত্রীবাহী বাসটি দ্রুত গতিতে এসে হঠাৎ করে একটা ভ্যান গাড়িকে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশে হাঁটতে থাকা ওই পথচারীকে ধাক্কা দেয়।

    এতে তিনি গুরুতর আহত হন।এসময় দোলা গাড়ীর একজন যাত্রীও আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা দ্রুত আহত ব্যক্তিদেরকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

    সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গির সেখকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে নাজিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাসটি জব্দ করে।

    দুর্ঘটনার বিষয়ে দোলা পরিবহনের জেনারেল ম্যানেজার জাহিদ হাসান বলেন, গাড়ী চালানোর জন্য আমরা অভিজ্ঞ ও বয়স্ক ড্রাইভার নিয়োগ দিয়ে থাকি। তবুও কেন এমন দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হবে। আমাদের পক্ষ থেকে আহত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং খুলনায় উন্নত চিকিৎসা চলছে।

    এ বিষয়ে নাজিরপুর থানার উপপরিদর্শক (এসআই) সরোয়ার হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসটি আটক করেছি। বর্তমানে বাসটি স্থানীয়ভাবে জিম্মায় রাখা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঝটিকা মিছিল থেকে আ’লীগের ৩০০০ নেতা-কর্মী গ্রেপ্তার

    চলতি বছর রাজধানীতে ঝটিকা মিছিল থেকে প্রায় তিন হাজার আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন...