বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গোপন নথি ফাঁসের ঘটনায় উপাচার্যের একান্ত সচিব (পিএস) মোহাম্মদ মিজানুর রহমানকে অপসারণ করা হয়েছে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খান সানজিদা সুলতানা সাকিরতি স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত সোমবার রাতে মিজানুর রহমানের ফেসবুক আইডি থেকে প্রায় ৫০টি গোপন নথি প্রকাশ করা হয়। যদিও কিছুক্ষণ পর সেগুলো মুছে ফেলা হয়, তবে এর মধ্যেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
ফাঁস হওয়া নথিগুলোর মধ্যে ছিল শিক্ষক-কর্মকর্তাদের চাকরির আবেদনপত্র, ব্যক্তিগত ফাইল ও শাস্তিমূলক প্রতিবেদন, অডিট আপত্তি সংক্রান্ত তথ্য, শিক্ষার্থীদের মামলার নথি, এমনকি ব্যক্তিগত ছবি ও সংবেদনশীল ডকুমেন্ট। এসব নথি ফাঁসের ঘটনায় শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।
পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে মিজানুর রহমানকে উপাচার্যের দপ্তর থেকে অপসারণ করে পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের উপপরিচালক হিসেবে পুনঃবহাল করেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, ঘটনাটির প্রেক্ষিতে একটি অভ্যন্তরীণ তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে। তদন্তে দোষ প্রমাণিত হলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
