কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার পাখিমারা কৃষিবাজারে রোববার (২ নভেম্বর) সকালে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহকে দেখতে পেয়ে কৃষকরা সদ্য ফোটা শাপলা ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন। ভোরের আলো ফুটতে না ফুটতেই হাসনাতকে পেয়ে অভিভূত হয়ে পড়েন স্থানীয়রা। অনেকেই সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন।
এরপর হাসনাত আব্দুল্লাহ কিছুক্ষণ কৃষকের কথাবার্তা শোনেন। এসময় এনসিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম সদস্য সচিব জনাব ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন, কেন্দ্রীয় সদস্য ও প্রধান সমন্বয়কারী (বরিশাল জেলা) আবু সাঈদ মুসা এবং কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম কনক তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমন্বয় কমিটির সদস্য লায়ন সাইফুল্লাহ মামুন, মো. মনিরুজ্জামান, মাহাবুবুল আলম নাঈম, মোহাম্মদ আল ইমরান, মাহফুজুর রহমান মিরাজ, এছাড়া পাখিমারা বাজার কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান আইউব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত।
ছিলেন। নেতৃবৃন্দ কৃষক ভাইদের সঙ্গে মতবিনিময় করেন, তাদের সমস্যাগুলো মনোযোগ সহকারে শোনেন এবং সমাধানে পার্টির সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি বলেন, আমরা যেন আপনাদের সমস্যাগুলো সমাধানে কাজ করতে পারি। সেজন্য আপনারা আমাদের পাশে থাকবেন।

আমরাও আপনাদের পাশে আছি, থাকবো। স্থানীয় কৃষকসহ উপস্থিত মানুষ ভালোবাসার প্রতীক হিসেবে হাসনাত আব্দুল্লাহর হাতে শাপলা ফুল তুলে দেন। মুহূর্তে এ খবর ছড়িয়ে গেলে ভিড় জমে যায়। তিনি ভোলার উদ্দেশ্য কলাপাড়া ত্যাগ করেন। এর আগে পটুয়াখালীর ও বরগুনা সাংগঠনিক সফর শেষে জনাব হাসনাত শনিবার রাতে কুয়াকাটায় রাত্রিযাপন করেন।
