ওবায়দুর রহমান অভি, দুমকী প্রতিনিধি:বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ তফা বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালী দুমকির মুরাদিয়া ইউনিয়ন বিএনপির জনসভায় জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি বলেছেন, আমরা ভোট মূখি দল আমরা ভোটের জন্য আপনাদের কাছে সহযোগিতা চাই।
৩ নভেম্বর ( সোমবার) বিকেল পৌনে পাঁচটায় দুমকী উপজেলার মূরাদিয়ার জয়গুননেছা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানে ৩১ বাস্তবায়নের লক্ষে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মূরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তারিকুল ইসলাম তারেক’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান বিশেষ বক্তা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধা।
বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন এবং জেলা বিএনপি নেতা ও পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু, জেলা বিএনপি নেতা বশির আহম্মেদ মৃধা,জেলা যুবদলের সাবোক সভাপতি ও বিএনপি নেতা মনিরুল ইসলাম লিটন, মিজানুর রহমান,
খন্দকার ইমাম হোসেন নাসির, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদুল হক হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদার এবং ছাত্রদলের আহবায়ক চাকলাদার গোলাম সরোয়ার প্রমুখ।
