কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজে বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। বুধবার সকালে কলেজ অডিটরিয়ামে এই নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ কলেজের শিক্ষার্থী আনিকা তাবাসসুম নোভা ও তাসনিম মেহের খুশবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি পটুয়াখালী—৪ (কলাপাড়া—রাঙ্গাবালী) আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষা মানুষের মুক্তির চাবিকাঠি। সুশিক্ষিত প্রজন্মই পারে সমাজ ও দেশকে আলোকিত করতে। ছাত্রছাত্রীদের শুধু বইয়ের জ্ঞান নয়, নৈতিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী, উপজেলা বিএনপির সহ—সভাপতি ও কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মো. আলাউদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান, এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক মাসুম বিল্লাহ, আসাদুজ্জামান খান, শিক্ষক প্রতিনিধি ও গভর্নিং বডির সদস্য মো. মাসুম বিল্লাহ প্রমুখ। নবীন বরণ উপলক্ষ্যে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।
