কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পটুয়াখালী—৪ (কলাপাড়া—রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেছেন, “আগামী সংসদ নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে এবং দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন তারেক রহমান। জনগণের সকল দাবি পূরণে আমরা কাজ করবো।
এই পটুয়াখালী—৪ (কলাপাড়া— রাঙ্গাবালী) আসনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে কলাপাড়াকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।” বৃহস্পতিবার বিকেলে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত নীলগঞ্জ ইউনিয়ন মহিলা দলের দ্বি—বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “বিএনপি জনগণের দল, এই দল ক্ষমতায় এলে দেশের মানুষ আবারও স্বাধীনভাবে কথা বলার ও ভোটের অধিকার ফিরে পাবে। জনগণই হচ্ছে শক্তি, সেই শক্তিতেই বিএনপি আবার রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে।”
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার ও সিনিয়র সহ— সভাপতি জাফরুজ্জামান খোকন, উপজেলা বিএনপির সাবেক আহ্ধসঢ়;বাযক মনিরুজ্জামান মনির ।
সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার লিলি এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক। মোসাঃ নার্গিস আক্তার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী, উপজেলা বিএনপির সহ—সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, মোস্তাফিজুর রহমান বাদল তালুকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাড. খন্দকার নাসির উদ্দিন, মোঃ সেলিম সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল কবির ঝুনু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক।
কামরুজ্জামান কাজল তালুকদার, নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কামারুজ্জামান শহীদ মাতুব্বর, সিনিয়র সহ—সভাপতি শাহজাহান পাহলান, সাধারণ সম্পাদক অ্যাড. আবুল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ ফজলুল হক মৃধা, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সোহরাব হোসেন, পৌর মহিলা দলের সভানেত্রী ফারজানা সাম্মি ফ্লোরা ও সাধারণ সম্পাদক মনি বেগম। সম্মেলনে সভাপতিত্ব করেন নীলগঞ্জ ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী তহমিনা হাওলাদার এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদিকা ফাতেমা নাসরিন সীমা। সম্মেলনে বিপুলসংখ্যক মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
