ঝালকাঠি জেলায় তারুণ্যের উচ্ছ্বাসে মুখরিত হয়ে উঠেছে রাজপথ। আসিফ আল ইমরানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে, যেখানে শহীদ জিয়াউর রহমানের আদর্শ এবং তারেক রহমানের নির্দেশনাকে সামনে রেখে ঐক্যবদ্ধতার আহ্বান জানানো হয়েছে।
বিকাল ৩টায় ঝালকাঠি কেন্দ্রীয় লাইব্রেরী থেকে শুরু হয়ে মিছিলটি ঝালকাঠি প্রেসক্লাব পর্যন্ত গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা এবং ছাত্রদলের ব্যানার নিয়ে রাস্তায় নেমে আসেন। ব্যানারে লেখা ছিল “স্বাধীনতার আলোকবর্তিকা হাজারো তারুণ্য ইমরান” এবং অন্যান্য স্লোগান। মিছিলে যুবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা তারুণ্যের জোয়ারের প্রতীক হয়ে উঠেছে।
মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন: আরিফুল ইসলাম সজিব (পাঠাগার বিষয়ক সম্পাদক, ঝালকাঠি জেলা ছাত্রদল), মো. ফয়সাল (যুগ্ম আহ্বায়ক, সদর উপজেলা ছাত্রদল), আবির লস্কর (জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের প্রধান সংগঠক), এবং ছাত্রনেতা মাহফুজুর রহমান।
মিছিল শেষে নেতৃবৃন্দের বক্তব্যে বলা হয়, “শহীদ জিয়ার আদর্শকে তারুণ্যের মাঝে পৌঁছে দিতে হবে এবং আসন্ন নির্বাচনে তারেক রহমানের মতামতকে চূড়ান্ত হিসেবে বিবেচনা করে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করা হবে।” এই মিছিলকে তারুণ্যের রাজনৈতিক সচেতনতার একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখা হচ্ছে, যা আগামী দিনের রাজনীতিতে নতুন গতি যোগ করতে পারে।
