More

    ববি ক্যাম্পাসে ইন্টারনেট ও পরিচ্ছন্নতা নিশ্চিতে ছাত্রদলের উদ্যোগ

    অবশ্যই পরুন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল ও ক্যাম্পাসের ইন্টারনেট সেবার মানোন্নয়ন এবং সকল ওয়াশরুমের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত আবেদন জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। গতকাল সোমবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্রটি জমা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের মৌলিক চাহিদা ও ক্যাম্পাসের সার্বিক পরিবেশ উন্নয়নের লক্ষ্যে এই আবেদন গৃহীত হয়েছে।

    এতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। শিক্ষার্থীদের সহযোগিতায় আবেদনটি সম্পন্ন করেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মী ইত্তেসাফ-আর-রাফি। তিনি জানান, ইন্টারনেট ও ওয়াশরুমের সেবা শিক্ষার্থীদের মৌলিক প্রয়োজন। আমরা বিশ্বাস করি, এই বিষয়গুলোতে দ্রুত পদক্ষেপ নিলে ক্যাম্পাস আরও সুন্দর, শিক্ষাবান্ধব ও প্রযুক্তিসমৃদ্ধ পরিবেশে রূপ নেবে।

    ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, খুব অল্প সময়ের মধ্যেই বিভিন্ন বিভাগ ও ব্যাচের ১১৬ জন শিক্ষার্থী স্বাক্ষর দিয়ে এই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। প্রক্টর অফিস আবেদনপত্র গ্রহণ করে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দিয়েছে। একজন সাধারণ শিক্ষার্থী বলেন, ইন্টারনেটের গতি কম থাকায় অনলাইন ক্লাস, অ্যাসাইনমেন্ট ও গবেষণার কাজে সমস্যা হয়।

    আশা করি, এই উদ্যোগটি প্রশাসন দ্রুত বাস্তবায়ন করবে। বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এই উদ্যোগ শিক্ষার্থীদের মৌলিক চাহিদার প্রতিফলন বলে মনে করছেন অনেকেই। শিক্ষার্থীদের অংশগ্রহণে গঠিত এই আবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ইতিবাচক সাড়া পাবে, এমন প্রত্যাশা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    রাজাপুরে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ঐক্যবদ্ধ কর্মপরিকল্পনা, মিলন মেলার ঘোষণা

    মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে এক ছাতার নিচে এনে সমন্বিতভাবে সমাজসেবামূলক কার্যক্রম জোরদারের...