More

    আগৈলঝাড়ায় ৭টি ব্যাবসা প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:  বরিশালের আগৈলঝাড়ায় ৭টি ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজীদ সরদার।

    ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়ায় উপজেলা সদরের অসীম দাসকে ৭ হাজার টাকা, নুরুল হুদা (নুপুর)কে ৫ হাজার টাকা, তাপস চন্দ্র দাসকে ৩ হাজার টাকা, রাম রায়কে ৩ হাজার টাকা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মাসুদ রানাকে ৪ হাজার টাকা, আব্দুল মান্নান সরদারকে ১ হাজার টাকা, নজরুল সন্তানকে ২ হাজার টাকাসহ সাতটি ফার্মেসিকে ২৫ হাজার হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

    এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা ওষুধ প্রশাসন কার্যালয়ের সহকারী পরিচালক শরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) অফিসের নাজির মো. সোহেল আমিন, এসআই মো. আলমগীর হোসেনসহ প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সিলেট টেস্টে ২৮৬ রানে আয়ারল্যান্ডের প্রথম ইনিংস শেষ, ব্যাট করছে বাংলাদেশ

    সিলেটে সিরিজের প্রথম টেস্টের বাংলাদেশের বিপক্ষে ২৮৬ রানে ১ম ইনিংস শেষ করেছে আয়ারল্যান্ড। এখন নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে...