More

    বিদেশে নেওয়ার নামে ৩২ লাখ টাকা হাতিয়ে নেয়, আগৈলঝাড়ায় পিতা-পুত্র গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় বিদেশ নেওয়ার নামে প্রতারণা করে ৩২ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এঘটনায় থানায় মামলা দায়ের করলে দুই প্রতারক পিতা ও পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের বেলুহার গ্রামের চুন্নু শরীফের ছেলে রুবেল শরীফকে দীর্ঘদিন পূর্বে সৌদিআরব নেয় দালাল ইমরান ভূঁইয়া।

    এরসূত্রে ধরে দালাল প্রতারক ইমরান ভূঁইয়া, রুবেলের আপন দুইভাই রাসেল শরীফ ও রাজিব শরীফকে কানাডা নেওয়ার জন্য তাদের সাথে সক্ষমতা গড়ে তোলে। এরপরে রাসেল শরীফ ও রাজিব শরীফকে কানাডায় নেওয়ার প্রলোভন দেখিয়ে ২০২৪ সালের ৮ নভেম্বর থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত প্রতারক ইমরান ভূঁইয়া ও তার পিতা নুরু ভূঁইয়াসহ তাদের পরিবারের লোকজন বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ৩২ লক্ষ টাকা হাতিয়ে নেয়।

    পিতা ও পুত্রের প্রতারণার ফাঁদে পরে রাসেল শরীফ ও সহধর রাজিব শরীফ কানাডা যাওয়ার জন্য সহায়—সম্বল বিক্রি করে বর্তমানে নিঃস্ব হয়ে পরেছে। প্রতারকচক্র, টাকা হাতিয়ে নিতে ভুয়া ভিসা, কোম্পানির চুক্তিপত্রসহ বিভিন্ন কাগজপত্র প্রদান করেন। কানাডা নেওয়ার জন্য রাসেল শরীফ ও রাজিব শরীফ’র পরিবার চাপ প্রয়োগ করলে দালাল ইমরান ভূঁইয়া ও পিতা নুরু ভূঁইয়া তালবাহনা শুরু করে তাদের দীর্ঘদিন ধরে কালক্ষেপণ করে আসছিল। দীর্ঘদিন অপেক্ষার পর এলাকার লোকজনকে বিষয়টি জানান রাসেল শরীফের পরিবার।

    এলাকার লোকজন নিয়ে দালাল প্রতারক নুরু ভূঁইয়ার বাড়িতে গেলে তাদের সাথে রুরো আচরণ করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। কানাডায় যাওয়ার আসায় নিঃস্ব হওয়া রাসেল শরীফ ও রাজিব শরীফ’র পরিবার প্রতারক নুরু ভূঁইয়া ও ছেলে ইমরান ভূঁইয়ার কাছে টাকা ফেরত চাইলে তারা টাকা দিতে অস্বীকৃতি জানায়।

    এঘটনায় রাসেল শরীফ বাদী হয়ে চলতি বছরের ১৭ জুলাই আগৈলঝাড়া থানায় দালাল নুরু ভূঁইয়া ও তার ছেলে ইমরান ভূঁইয়াসহ ৬ জনকে আসামী করে প্রতারণার মামলা দায়ের করেন। ওই প্রতারণা মামলার আসামী দালাল প্রতারক নুরু ভূঁইয়া ও তার ছেলে মো. নবীন ভূঁইয়াকে আগৈলঝাড়া থানার এসআই আব্দুল্লাহ আল মামুন মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে।

    গ্রেপ্তারকৃতদের বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলার বাদী রাসেল শরীফ জানান, কানাডা নেওয়ার কথা বলে ইমরান ও তার পিতা নুরু ভূঁইয়া বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ৩২ টাকা হাতিয়ে নিয়ে তালবাহনা করে। এবিষয়ে আগৈলঝাড়া থানায় প্রতারণার মামলা দায়ের করেছি। অভিযুক্ত নুরু ভূঁইয়া গ্রেপ্তারের পরে তার বাড়ির লোকজন আত্মগোপনে থাকায় তাদের পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।

    এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, বিদেশ নেওয়ার কথা বলে বাদীর পরিবারের কাছ থেকে টাকা নিয়েছে আসামীরা। তাদের বিরুদ্ধে থানায় প্রতারণার অভিযোগে মামলা দায়েরের পরে দুইজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ফলিত পুষ্টি বিষয়ে তিনদিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন মঠবাড়িয়ায়

    পিরোজপুরের মঠবাড়িয়ায় কৃষি মন্ত্রণালয় ও বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা প্রতিষ্ঠান (বারটান), বরিশালের আয়োজনে তিনদিনব্যাপী ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি...